How To Write Your First Java Program Using | command prompt | Terminal

আসসালামুয়ালায়কুম
আশা করি সবাই ভালো আছেন। জাভা প্রোগ্রামিং নিয়ে লিখা এটি আমার প্রথম ব্লগ।চেস্টা করবো আমার সবটুকু দিয়ে ভালোভাবে যেনো আপনাদের সামনে উপস্থাপন করতে পারি।যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।

চলুন তাহলে শুরু করা যাক.
আপনি যেকোনো অপারেটিং সিস্টেম ই ব্যবহার করেন না কেন প্রথমে আপনাকে ওরাকল এর JDK নামের সফটওয়্যারটি ইনস্টল দিতে হবে সে জন্যে নিচের লিংক এ গিয়ে ডাউনলোড করতে পারেন JDK latest version.

ডাউনলোড করার পর আশা করি ইনস্টল এর প্রক্রিয়া টিও আপনারা শেষ করে ফেলেছেন।
ইনস্টল হওয়ার পর যে ড্রাইভ এ ইনস্টল করেছেন ওই ড্রাইভ এ JDK সফটওয়্যার এ যান। এখন ওখানে bin নামের একটা ফোল্ডার পাবেন ওখানেই CMD(command prompt) টা কপি করে দেন তাহলে আর বার বার আপনাকে কোনো পাথ দেখিয়ে দিতে হবেনা। আপনি ওই ফোল্ডার এ ফাইল সেভ করে CMD তেই রান করতে পারবেন।
তাহলে শুরু করা যাক Java Programming
প্রথমে নিচের কোড টি তুলে ফেলুন :

public class first{
    public static void main(String[]args){
    System.out.println("This is my first java program/");
}

}
খেয়াল রাখবেন ফাইল টি যেখানে CMD রেখেছেন ঠিক সেখানেই একটি নতুন টেক্সট ডকুমেন্ট নিয়ে উপরের কোড টি লিখা আরম্ভ করবেন এবং লিখা শেষ হয়ে গেলে ফাইল টি .txt ফরম্যট টি উঠিয়ে দিয়ে  .Java ফরম্যাট এ লিখতে যেনো ভুল না হয়।
তারপর CMD open করুন ওখানে লিখুন :
javac (file name).java এন্টার দিন
java (file name) এন্টার দিন
This is my first java program.
যদি কোনো ভুল না হয়ে থাকে তাহলে দেখতে পাবেন আপনার প্রথম প্রোগ্রামিং এর প্রথম আউটপুট।
How To Write Your First Java Program Using | command prompt | Terminal How To Write Your First Java Program Using | command prompt | Terminal Reviewed by BlueTek on 10:59 AM Rating: 5

No comments: